Banglar Chokh | বাংলার চোখ

সিলেট জেলাকে চ্যাম্পিয়ন হবার ঐতিহ্য ধরে রাখতে হবে: বিভাগীয় কমিশনার

খেলা

সিলেট অফিস

প্রকাশিত: ২১:১৮, ২৫ নভেম্বর ২০২৩

সর্বশেষ

সিলেট জেলাকে চ্যাম্পিয়ন হবার ঐতিহ্য ধরে রাখতে হবে: বিভাগীয় কমিশনার

ছবি: বাংলার চোখ

সিলেট জেলাকে বার বার চ্যাম্পিয়ন হবার ঐতিহ্য ধরে রাখতে হবে। সিলেট বিভাগের ফুটবল দলগুলোর মধ্যে সিলেট জেলার দলগুলো অত্যন্ত ভালো ফুটবল খেলছে। তাঁরা আগামীতে জয়লাভ করলে পরপর তিনবার জয় তথা হ্যাট্রিক জয় হবে।

সিলেটে শনিবার ২৫ নভেম্বর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস, সিলেট আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩' ও 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩' এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বকতৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন। 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি সিলেট রেঞ্জ শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান এবং সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। 

বিভাগীয় পর্যায়ের এসব খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে আরো ভালো খেলতে হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ হতে হবে এবং যারা দক্ষ ও কৌশলী খেলোয়াড় তাদের সুযোগ নিশ্চিত করতে হবে যাতে তাঁরা আরো ভালো জায়গায় খেলার সুযোগ পায়। তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে যারা খেলবে তাদের জন্য ১০ দিনের ক্যাম্পিং এর ব্যবস্থা করা হবে যাতে তাঁরা এক অপরের সাথে খেলার কৌশলগুলো বিনিময়ের মাধ্যমে আরো ভালো খেলার প্রস্তুতি নিতে পারে।   

আগামীবার সিলেট জেলা জয়লাভ করলে তাদের পুরস্কৃত করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন সিলেট অঞ্চলের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও খেলোয়াড়দের সহযোগিতা করার আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩’ এর ফাইনাল খেলায় সিলেট বালক ফুটবল দল হবিগঞ্জ বালক ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)২০২৩’ এর ফাইনাল খেলায় সিলেট বালিকা ফুটবল দল হবিগঞ্জ বালিকা ফুটবল দলকে  ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ

জনপ্রিয়