ছবি:সংগৃহীত
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অভাবটা বেশ ভালোই টের পাচ্ছে ইন্টার মায়ামি। গত কয়েকটি ম্যাচে মেসিকে ছাড়াই খেলতে নেমে জয়হীন দলটি। ইউএস ওপেন কাপের শিরোপা হাতছাড়া হওয়ার পর এমএলএসের প্লে-অফের দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেল মায়ামি। টানা দুই ম্যাচে ড্র করার পর এবার বড় হারের স্বাদ পেল মায়ামি।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) উইন্ডি সিটি স্টেডিয়ামে শিকাগো ফায়ারের কাছে ৪-১ গোলে হেরেছে মায়ামি। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন জোসেফ মার্তিনেজ।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। গ্যাস্টন গিমিনেজের শট বারের ওপর দিয়ে চলে হতাশ হতে হয় ক্লাবটিকে। এরপর ম্যাচের ১৫তম মিনিটে মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় শিকাগো। তবে এবারও গোল করতে ব্যর্থ দলটির ফরোয়ার্ডরা।
ম্যাচের ২৩তম মিনিটে গিয়ে প্রথমবারের মতো গোলের সুযোগ পায় মায়ামি। নোয়া অ্যালেনের বাড়ানো বলে জোসেফ মার্টিনেজ ঠিকঠাক ফিনিশিং করতে পারেননি। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করলেও কেউই গোলের দেখা পায়নি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় শিকাগো। ম্যাচের ৪৯তম মিনিটে জাদরান শাকিরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্লাবটি। অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি মায়ামির। পেনাল্টি থেকে ১-১ গোলে সমতায় ফেরে মায়ামি।
যদিও বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি ক্লাবটি। ম্যাচের ৬২তম মিনিটে মারেন হাইলের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় শিকাগো। এর দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল পূরণ করেন মারেন। তিন গোল দিয়েও থামেনি শিকাগো। ম্যাচের ৭৩তম মিনিটে শাকিরি দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শিকাগো।
এই হারে ৩১ ম্যাচে ৯ জয় ও ১৬ হারে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে মায়ামি। পরবর্তী ম্যাচে আগামী রোববার (৮ অক্টোবর) এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সেই ম্যাচেও মেসির খেলা নিয়ে কোনো সুখবর মেলেনি।