Banglar Chokh | বাংলার চোখ

 জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সিরিজ জয়

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

 জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সিরিজ জয়

ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি আফগানিস্তানের। তবে পরের দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। শনিবার (১৪ ডিসেম্বর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।
 
হারারেতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তাতে অবশ্য সফলও হয় তারা। স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১২৭ রানেই গুটিয়ে দেয় সফরকারীরা। ৪ ওভারে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রশিদ খান। 
 
এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, মুজিবুর রহমান ও নাভিন উল হক দুটি করে উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার ব্রায়ান ব্রেনেট। ওয়েসলি মাধেভেরের ব্যাট থেকে আসে ২১ রান। এছাড়া আর কোনও ব্যাটার বলার মতো কোনও স্কোর করতে পারেননি। 

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। স্কোরবোর্ডে ৪৪ রান জমা করতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। পঞ্চম উইকেট জুটিতে ওমরজাই ও গুলবাদিন নাইব মিলে যোগ করেন ৪৮ রান। এই জুটি ভাঙেন সিকান্দার রাজা। প্রথমে ২২ বলে ২২ রান করা গুলবাদিন নাইবকে তিনি সাজঘরে ফেরান। 
 
পরে ৩৭ বলে ৩৪ রান করা ওমরজাইয়ের উইকেটও তুলে নেন সিকান্দার রাজা। পরে অবশ্য মোহাম্মদ নবী বাকি কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন। ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে আফগানিস্তান। মোহাম্মদ নবী ১৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। 

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা, ট্রেভর গোয়ান্ডু ও ব্লেসিং মুজারাবানি নেন দুটি করে উইকেট। ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাভিন

সর্বশেষ

জনপ্রিয়