Banglar Chokh | বাংলার চোখ

মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটিতে বাংলাদেশের পুঁজি

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ১১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটিতে বাংলাদেশের পুঁজি

ছবি:সংগৃহীত

দলীয় ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুতই ইনিংস শেষের শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। তবে বোলার হয়েও ব্যাট হাতে বীরত্বসূচক এক ইনিংস খেলেছেন তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রেকর্ড জুটি গড়ে দলকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি।

সেন্ট কিটসে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে মাহমুদউল্লাহ। তানজিম সাকিব ৪৫ আর তানজিদ হাসান তামিম ৪৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র ২২ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেডন সিলস।

সিরিজ বাঁচানোর মিশনে আরও বেশি চাপে বাংলাদেশ। ২৯৫ রানের টার্গেট দিয়েও প্রথম ম্যাচ জিততে না পারা টাইগারদের পুঁজি এবার ২৩০-ও পেরোয়নি। অথচ শুরুতে তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাট করছিলেন, তাতে উইকেটকে যেন ব্যাটিং স্বর্গই মনে হচ্ছিল। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেটের পতনে চাপে পড়ে লাল সবুজরা। ৫ বলে ২ রান করে সৌম্য সরকার, ১৯ বলে ৪ রান করে লিটন দাস আর ৫ বলে ১ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তিন জনের ব্যর্থতার পর তানজিদের আউটে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৪৬ রান করে আউট হন এ ওপেনার।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলের খাতায় ১০০ রান যোগ হওয়ার পর ভুল শট খেলে দলকে আবার চাপে ফেলেন আফিফ। ২৯ বলে ২৪ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ৮ বল খেললেও রানের খাতা না খুলেই বিদায় নেন রিশাদ। দলীয় ১১৫ রানের মধ্যে ৭ উইকেট নেই বাংলাদেশের। ক্রিজে একমাত্র জাত ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। শঙ্কা জেগেছিল ১২৫ কিংবা ১৩০ রানের মধ্যে ইনিংস গুটিয়ে যাওয়ার।
 
কিন্তু দলের বিপর্যয়ে বোলার থেকে ব্যাটার বনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পেসার তানজিম সাকিব। অষ্টম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েন ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড জুটি। ১০৬ বলে ৯২ রান আসে তাদের জুটিতে। ওয়ানডেতে অষ্টম উইকেটে এতদিন বাংলাদেশের রেকর্ড রানের জুটি ছিল মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনের। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের জুটি গড়েছিলেন তারা।

তবে দারুণ ইনিংস খেললেও তানজিমের আক্ষেপ থেকে যাবে ফিফটি মিসের। ৬২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৫ রান করে রস্টন চেজকে স্ট্রেইট তুলে মারতে গিয়ে তারই হাতে ধরা পড়েন। এরপর ক্রিজে স্থায়ী হননি মাহমুদউল্লাহও। তিনি অবশ্য ফিফটি তুলে নিয়েছেন। ৯২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৬২ রান করে আউট হন তিনি। শেষদিকে শরিফুল ইসলামের ৮ বলে ১৫ রানের ইনিংসে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সর্বশেষ

জনপ্রিয়