Banglar Chokh | বাংলার চোখ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শ্রীলঙ্কা

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩১, ১৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শ্রীলঙ্কা

ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার (১৭ নভেম্বর) পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল লঙ্কানরা। ২০২৪ সালে এটি শ্রীলঙ্কার পঞ্চম সিরিজ জয়।

পাল্লেকেলেতে বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে নেমে আসে ৪৭ ওভারে। সেখানে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা। শুরুতে লঙ্কানদের বোলিং তোপে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেটে চ্যাম্পম্যান এবং মিচেল হে'র ৭৫ রানের জুটি নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিতে সহায়তা করে।

হে ৬২ বলে ৪৯ রান করে মহেশ থেকশানার বলে আউট হন। আর নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মার্ক চ্যাম্পম্যান। ৮১ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৭৬ রানে আউট হন তিনি। এরপর নিউজিল্যান্ডের আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জেফরি ভ্যান্ডারসে এবং মহেশ থেকশানা। দুইজনই ৩টি করে উইকেট নেন। দুই উইকেট পেয়েছেন অসিথা ফার্নান্দো।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে চাপে পড়ে। দলীয় ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। তার ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও এনে দেয়। শেষ দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস মেন্ডিসের কাজকে সহজ করেছেন।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন স্যান্টনার, স্মিথ এবং ফিলিপ্স। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 

সর্বশেষ

জনপ্রিয়