Banglar Chokh | বাংলার চোখ

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩১, ২৫ জুলাই ২০২৪

সর্বশেষ

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

ছবি:সংগৃহীত

শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বুধবার (২৪ জুলাই) ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। তবে লাল-সবুজের প্রতিনিধিরা এদিন শুরুটা একদমই ভালো করতে পারেনি। ১৩ মিনিটে গোল হজম করার পর প্রথমার্ধে গোলশূন্য থাকে পিটার বাটলারের দল। তবে সাগরিকার হ্যাটট্রিকে শেষমেশ ভুটানকে উড়িয়ে মাঠ ছেড়েছে সাফ চ্যাম্পিয়নরা।
 
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে এদিন দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫ গোল করে ৫-১ গোলে জিতেছে সাবিনা খাতুনের দল।

ম্যাচের ১৩ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটানের পাল্টা আক্রমণ ক্লিয়ার করার সুযোগ পেয়েও গোলরক্ষক রুপনা চাকমা পাশে থাকা শিউলি আজিমকে পাস দেয়ার চেষ্টা করেন, কিন্তু বল পেয়ে যান ভুটান অধিনায়ক পেমা। নিখুঁত শটে রুপনার পাশ দিয়ে জাল খুঁজে নেন তিনি।
 
গোল খাওয়ার পর প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে দেখা যায় সাবিনা-সাগরিকাদের। ৪৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান সাগরিকা।  

সাগরিকার সমতাসূচক গোলের পরপরই দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৫তম মিনিটে ভুটান ডিফেন্ডারদের প্রতিরোধ ভেঙে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ঋতুপর্না চাকমা। ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। শেষ দিকে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা।

সর্বশেষ

জনপ্রিয়