Banglar Chokh | বাংলার চোখ

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ১৩ জুন ২০২৪

সর্বশেষ

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

ছবি:সংগৃহীত

নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। গতবারের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে দলটি। লিগে এই নিয়ে তৃতীয়বার শিরোপা জিতল ঐতিহ্যবাহী ক্লাবটি।
 
বুধবার (১২ জুন) সাভারের বিকেএসপিতে রূপালী ব্যাংকের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওই ম্যাচে হারিয়ে শিরোপা জেতে সালমা খাতুনের মোহামেডান। দিনের অন্য ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার আপ হয় আবাহনী লিমিটেড। এই ম্যাচটিও হয়েছে বিকেএসপিতে।

 এবারের পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ টিম পারফরম্যান্স দেখিয়েছে মোহামেডান। শিরোপা নিশ্চিতের পর তাই কৃতিত্বটা পুরো দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন অধিনায়ক। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের দলের সতীর্থ যারা আছেন, কোচ, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। আমরা চেয়েছি, পুরো দল যেন একটা পরিবার হয়ে খেলে, সেটা আমরা ভালোভাবে করতে পেরেছি। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কারণ, তাদের সহযোগিতায় এই ফল এসেছে।’
   এবারের নারী ডিপিএলে সর্বোচ্চ ৪৪৬ রান করেছেন মোহামেডানের মুর্শিদা খাতুন। দারুণ পারফর্ম করে দলকে লিগ জেতানোর পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার জীবনে প্রথম ডিপিএল শিরোপা, অনুভূতিটা স্বাভাবিকভাবেই অন্য রকম। আশা করছি, প্রতি প্রিমিয়ার লিগেই পারফর্ম করে যাব। দলকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’
 
তবে মুর্শিদার চোখ এখন আসন্ন এশিয়া কাপে, ‘এই প্রিমিয়ার লিগ থেকে যেসব শটে উন্নতি এসেছে, সেগুলো যেন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে যেতে পারি। এটা ওয়ানডে সংস্করণ। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে। আশা করছি এই ধারাটা এশিয়া কাপে নিতে যেতে।’
 
 মুর্শিদা সর্বোচ্চ রান করলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন রুমানা আহমেদ। ৬ ইনিংসে ব্যাট করা রুমানা ২৪১ রানের পাশাপাশি ৯ ইনিংসে বল করে উইকেট নিয়েছেন ১৭টি। ১ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার টুর্নামেন্টের সেরা হয়ে বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। পুরো এক বছর আমি জাতীয় দলের বাইরে। এই একটা বছর একটানা পরিশ্রম করেছি যেন এই টুর্নামেন্টে ভালো করতে পারি। আল্লাহর অশেষ মেহেরবানি যে সেটা করতে পেরেছি।

সর্বশেষ

জনপ্রিয়