ছবি: বাংলার চোখ
দশমিক ফাউন্ডেশন সমাজের অসহায়, এতিম, দুঃস্থ ও পথশিশুদের অবস্থানের পরিবর্তন করার প্রত্যয় নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে।
শীত আসলেই বোঝা যায় যে শীতের প্রকোপ কতোটা, আর শীতের নির্মমতা বোঝার জন্য একবার রাস্তায় রাতে বের হয়ে চোখ বুলালেই বুঝতে পারবেন। দশমিক ফাউন্ডেশন বিগত চার বছর ধরে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়ে আসছে এই বছরও একটি এতিম খানায় কিছু মাদ্রাসার ছাত্রদেরকে কম্বল দেয়া হয়েছে। শীতের গন্ডি পেরোনো খুবই কষ্ট তা কেবল শীতার্ত মানুষেরাই উপলব্ধি করতে পারে। দশমিক ফাউন্ডেশন এখন পর্যন্ত ২৫০০-৩০০০ কম্বল উপহার দিয়েছেন শীতবস্ত্রহীন মানুষদের।
১৯ জানুয়ারী শুক্রবার টাংগাইল সদরের মোল্লাবাড়ি নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কিছু কম্বল উপহার দেয়া হয়।
সবাই সহযোগিতা করলে দশমিক ফাউন্ডেশন চেষ্টা করবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম বলেন মানুষ মানুষের জন্য , তাই মানুষের
মাঝে আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন । হয়ত আপনার সাহায্যে কিছু অসহায় মানুষ ভালো থাকবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমেনা আক্তার তিলোত্তমা, চিকিৎসা,পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, দপ্তর,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক–মোঃ ইয়াসিন ইসলাম(রোহান), কার্যকরী সদস্যের সিফাত খান, তানভীর,ছোঁয়া, পিয়াশা আক্তার লিপা ও অন্যান্য সদস্যবৃন্দ
তরুণরাই শক্তি, তরুণরাই সম্পদ। তরুণরা সমাজের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসুক এটা আমাদের
কামনা ।