.
গতকাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বগুড়ায় এক আলোচনা সভা ও সফল এক নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব বগুড়া জেলা শাখা ও রেসকিউ আওয়ার পিপল এভারের (রোপ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা স্থানীয় একটি চাইনিজ হোটেলে এডাব বগুড়া জেলা শাখার সভাপতি টিপু সুলতান মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারুক সাকিনা শিখা। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, লাইট হাউজ নির্বাহী প্রধান হারুন-অর-রশিদ, এডাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, রোপের নির্বাহী প্রধান সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, পিইউপি’র সমন্বয়ক শেখ আবু হাসনাত সাঈদ, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান। সভায় উপস্থিত জনদের মাঝে বক্তব্য রাখেন, জয়িতা পুরস্কার প্রাপ্ত সফল নারী সুলতানা নাসিরা, সংবাদকর্মী মোঃ ফজলুল হক, উষার নির্বাহী প্রধান এম ফজলুল হক বাবলু, তরুন সংগঠক ইসরাফিল হোসাইন প্রমুখ। সভায় বক্তরা নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি পারিবারিক সচেতনতা উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে সফল নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।