হাফিজুর রহমান বাবু।ফাইল ছবি
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু আর নেই।সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।সোমবার রাত ৮টায় হাফিজুর রহমান বাবুর জানাযা নামাজ শেষে ব্রহ্মপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।তিনি এক স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও বহ গুনগাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন তার চাচাতো বোন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুকুর গভীর শোক জানিয়েছেন।
হাফিজুর রহমান বাবু সোনালী ব্যাংকের নাটোর জেলার সিবিএ সাবেক সভাপতি ছিলেন।