Banglar Chokh | বাংলার চোখ

কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে আন্তঃর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন

প্রেস বক্স

সোহরাব হোসেন সৌরভ,রাজশাহী থেকে

প্রকাশিত: ২১:১৪, ১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে আন্তঃর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন

নিজস্ব ছবি

কারিতাস রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে রবিবার (০১ অক্টোবর) সকাল সারে ১০ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বাগানপাড়া ক্লাব ঘরে  প্রতিবন্ধী ও প্রবীণ  এবং মাদকাসক্ত  ইউনিয়ন পর্যায়ের ৩৩ আন্তঃর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রবীণদের নিয়ে র‌্যালী বের করে। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক  মি. ডেভিড হেম্ব্রম । বিশেষ অতিথি ছিলেন  বাগান পাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লী সহকারী পালপুরোহিত ফারাদ মার্শেল তপ্ন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিক ২ নং ওয়ার্ডের ফোরাম কমিটির সভাপতি মি, যোসেফ মুরমু। সঞ্চালনায় ছিলেন এসডিডিবির এনিমেটর স্বপন এল.গমেজ।
 

সর্বশেষ

জনপ্রিয়