নিজস্ব ছবি
বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮সেটেমভর সকালে বড় কালিবাড়ি প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনিতিবিদ শ্রীযুক্ত ড: দেবপ্রিয় ভট্রাচার্য্য। বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এডভোকেট শ্রীযুক্ত গোবিন্দ চন্দ্র ঘটক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যাল কর্ণেল শ্রীযুক্ত নিরঞ্জন ভট্রাচার্য্য।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহাসচিব বিপ্র শিরোমনি শ্রীযুক্ত বিজয় কৃঞ্চ ভট্রাচার্য্য, শ্রী শ্রী কালিবাড়ি সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী উপদেষ্টা শ্রীযুক্ত জ্যোর্তিবিনোদ গোস্বামীসহ জেলা শাখার সকল নেতৃবনদ।