Banglar Chokh | বাংলার চোখ

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি) এর একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রেস বক্স

প্রেস ডেস্ক

প্রকাশিত: ০২:৩৯, ২৮ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি) এর একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব ছবি

রোববার  ঢাকার রায়েরবাজারে অবস্থিত ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি) এর একটি বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্র-ছাত্রী এবং ২০ জন শিক্ষককে সফলভাবে টিটিপিসিতে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। তিন ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইনটি অংশগ্রহণমূলক পদ্ধতিতে আলাদা আলাদা শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন প্রভা অরোরা’র মাধ্যমে TOT (Training of Trainers) প্রশিক্ষণে প্রশিক্ষিত একদল ছাত্র-ছাত্রী ও রোটার‍্যাক্টররা। যারা এই প্রশিক্ষণটি পরিচালনা করেন তারা হলেন- উম্মে ফারিহা তাসনিম তনিমা, আফসারা নাওয়ার, জারিন তাসনিম শ্রদ্ধা, নুসরাত জান্নাত তাকওয়া, রোটার‍্যাক্টর নাঈম ইবনে জহির, রোটার‍্যাক্টর আফনান আলম সাকিব, রোটার‍্যাক্টর সাউদুর রহমান, রোটার‍্যাক্টর শেওয়া আল মাহেরা এবং রোটার‍্যাক্টর সাইফুল খান। এছাড়া ক্যাম্পেইনটি পরিচালনার সময় প্রভা অরোরার সাথে কাজ করছেন এমন তিনজন কোরিয়ান ফেলোও ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারা হলেন- ইনিয়ং, সুবিন এবং ইয়ূন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের নিয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান।      

রোটারী ক্লাব অফ রমনা এবং প্রভা অরোরা‘র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পেইনে রোটারী ক্লাব অফ রমনার প্রেসিডেন্ট স্থপতি সালমা এ শফি, ক্লাবের সেক্রেটারী পারভীন আহমেদ খুশি, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান এম.এ মান্নান মনির, প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।    

প্রসঙ্গত উল্লেখ্য যে, টাইড টার্নার প্লাস্টিক চ্যালেঞ্জ হল প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ৪০টিরও বেশি দেশে ইউএনইপির মাধ্যমে পরিচালিত একটি বিশ্বব্যাপী যুব আন্দোলন। চ্যালেঞ্জটি যুবক-যুবতীদের তাদের প্লাস্টিক পণ্য চিনতে সহায়তা করে এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে চিন্তা করতে ও সচেতন হতে উৎসাহিত করে, একইসাথে তাদেরকে এর ব্যবহার কমানোর সমাধান খুঁজতে অনুপ্রাণিত করে এবং অবশেষে তাদের বাড়ি, স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এবং যে এলাকায় তারা বসবাস করে সেই এলাকার (গ্রাম, উপজেলা, জেলা, বিভাগ ইত্যাদি) ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের একত্রিত করে ও ইতিবাচক উদাহরণ সৃষ্টিতে উৎসাহিত করে। এই চ্যালেঞ্জে অংশগ্রহণের তিনটি স্তর রয়েছে, সেগুলো হলো- এন্ট্রি, লিডার এবং চ্যাম্পিয়ন।

বাংলাদেশে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ শুরু হয় ২০২৪ সালের জুন মাসে। এই চ্যালেঞ্জটি বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রভা অরোরা ইউএনইপির লিড পার্টনার হিসেবে বাংলাদেশে টিটিপিসি বাস্তবায়নে ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত ৬০০০ এর অধিক তরুণ-তরুণীকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া ২০০ জনের অধিক তরুণ-তরুণীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে টিটিপিসি কার্যক্রম চলাকালে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, পেন্সিল, স্টিলের স্কেল এবং পরিবেশবান্ধব প্যাকেজিংসমৃদ্ধ কসকো সাবান উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া শিক্ষাঙ্গন প্রাঙ্গনে আলাদাভাবে আবর্জনা ফেলার অভ্যাস তৈরিতে আলাদা তিনটি পরিবেশবান্ধব হোগলা পাতার তৈরি ডাস্টবিনও প্রদান করা হয়। ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান তাঁর বক্তব্যে স্কুলের সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে আজকের পর থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।    
 

সর্বশেষ

জনপ্রিয়