নিজস্ব ছবি
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাচনে সভাপতি পদে গণেশ দাস (আজকের পত্রিকা) এবং সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ (দীপ্ত টিভি ) (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯ জন। সভাপতি পদে গণেশ দাস (আজকের পত্রিকা) পেয়েছেন ৬৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী আকতার (দৈনিক মহাস্থান) পেয়েছেন ২৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসএম আবু সাঈদ।
অন্য বিজয়ীরা হলেন সহসভাপতি আব্দুস সাত্তার( সাপ্তাহিক দিনক্ষণ) , যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ দৈনিক সাতমাথা) , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দৈনিক উত্তরকোন) , দপ্তর সম্পাদক শামীম আহমেদ দৈনিক প্রত্যাশা প্রতিদিন), কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান (ডেইলি নিউ নেশন) , কার্যনির্বাহী সদস্য পদে প্রতীক ওমর(দৈনিক মানব জমিন) ও মাহফুজ মন্ডল ( দি বিজিনেস পোষ্ট) । নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদি ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহ সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতির সহকারী সম্পাদক মমিনুর রশীদ শাইন। এর পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।