.
নীলফামারীর সৈয়দপুরে বুধবার (০৬ মার্চ) দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল। দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মো. ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নীলফামারী জেলা সভাপতি মহসিন মন্ডল মিঠু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এম এ করিম, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এম এ মোমেন, সাপ্তাহিক চিকলীর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আমিনুর রহমান, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের বার্তা প্রতিনিধি মিজানুর রহমান মিলন, ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন। এসময় সাংবাদিক নিজু আগরওয়ালা, হীরা শর্মা, তৈয়বুর রহমান তামিম মোতালেব হেসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামি দিনে দেশে সংবাদপত্রের তালিকায় শীর্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে দৈনিক ভোরের দর্পণের ২৪ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে কেক কেটে সকলের মুখে কেক খাইয়ে দেন পত্রিকাটির প্রতিনিধি ওবায়দুল ইসলাম।