ছবি: বাংলার চোখ
খুলনার পাইকগাছার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রশীদুজ্জামান।
রোববার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে তিনি এ মতবিনিময় করেন। সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, আমিনুল ইসলাম, জামির হোসেন, সবুর হোসেন, আব্দুল মাজেদ, আব্দুল গফুর, আব্দুর রহমান মিস্ত্রী, আ.লীগনেতা বিভূতি ভূষণ সানা, কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, শিক্ষক আল-ইদ্রিস, ইমরুল ইসলাম, এসএম আমিনুর রহমান লিটু, যুবলীগনেতা সুকুমার বিশ্বাস, পরেশ মন্ডল ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়। সভায় মুক্তিযুদ্ধের চেতনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়।