ছবি:সংগৃহীত
বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর)। আজ অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। এদিকে আজ সকালে অবরোধের সমর্থনে মিছিল থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অপরদিকে সকালে করটিয়া বাইপাস এলাকায় অবরোধ সফল করতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় সেখান থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহবুবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, শহর বিএনপিনেতা মো. সাদন, জেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব মোস্তফা কামাল ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকন্দ শাহীনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ বিষয়ে এলেংগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, মহাসড়কে ভোরে দু-একটা দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।