Banglar Chokh | বাংলার চোখ

সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী নিহত

রাজনীতি

সিলেট অফিস

প্রকাশিত: ১৯:৪২, ৩১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী নিহত

নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলু। ফাইল ছবি

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন পিকেটিংয়ের সময় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা দিলু আহমদ জিলু আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

 জিলুর রহমান (৪০) নামের ওই যুবদল কর্মী মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে ওই দিন সকাল সাড়ে আটটায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় সালাহ উদ্দিন নামের আরও একজন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
নিহত জিল্লু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ সফলে  ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিলু। এ সময় পুলিশ তাদের ধাওয়া ৎ দেয়। এক পর্যায়ে মোটর সাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহ উদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যাযন গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ দিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে জিলুকে গ্রেফপ্তার করে থানায় নিয়ে আনা হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু খবর আসে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হযেছে বলে দাবি করেন তিনি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলু সহ দুই জন হাসপাতালের আইসিইউতে ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে।
ঘটনার খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান।  

এছাড়া অবরোধ কর্মসূচি পালনের সময় আহত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি দলীয় নেতা রফিক আহমদকে দেখতে যান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়