Banglar Chokh | বাংলার চোখ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে : জি এম কাদের 

রাজনীতি

রংপুর থেকে স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে : জি এম কাদের 

জি এম কাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
 শুক্রবার বেলা পৌনে ১ টায় রংপুর মহানগরীর পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আমার সময়ে দাম কেন বাড়লো তা জনগন জানতো। কিন্তু এখন সেটা হয় না। তিনটি পন্যের বেধে দেয়া দাম কোনভাবেই সফল হবে না। বাজারে এর চেয়ে বেশি দামে এসব পন্য বিক্রি হচ্ছে। সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই সিন্ডিকেট এখন ভয়াবহ রুপ নিয়েছে।

এসময় অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারাসহ কেন্দ্রীয় ও স্থাণীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। বেলা সাড়ে ১২ টায় তিনি ঢাকা থেকে দুই দিনের সফরে রংপুর আসেন। আজ নিজস্ব বাসভবনে রাত্রি যাপন শেষে কাল লালমানিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।  

সর্বশেষ

জনপ্রিয়