Banglar Chokh | বাংলার চোখ

আজ ঢাকায় বিএনপির চার দিনের পদযাত্রার প্রথম দিন 

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৬, ২৮ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

আজ ঢাকায় বিএনপির চার দিনের পদযাত্রার প্রথম দিন 

চার দিনের পদযাত্রার প্রথম দিন আজ শনিবার রাজধানী ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুপুর ২টায় রাজধানীর বাড্ডা হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ পদযাত্রা হবে। এই কর্মসূচি দিয়ে অনেক দিন পর রাজপথে এককভাবে নামছে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক গণমাধ্যমকে বলেন, বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা করবেন তারা।

বিএনপি নেতারা জানান, তারা বিক্ষোভের কর্মসূচি থেকে বের হয়ে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আন্দোলন জোরদার করতে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরকে কেন্দ্র করে বিএনপি আরও ব্যতিক্রমী কিছু কর্মসূচি দেবে।

সর্বশেষ

জনপ্রিয়