Banglar Chokh | বাংলার চোখ

এ,কে,এম, আমিনুল হক,এফসিপি’র সহধর্মিণী মারা গেছেন

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩০, ২০ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

এ,কে,এম, আমিনুল হক,এফসিপি’র সহধর্মিণী মারা গেছেন

.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র চেয়ারপার্সন  এর উপদেষ্টা মন্ডলির সদস্য,মাসিক অক্ষর এর সম্পাদক মন্ডলির সভাপতি,  চাটারএ্যাকাউন্টটেন্ট এ,কে,এম, আমিনুল হক,এফসিপি'র সহধর্মিণী দীর্ঘদিন  অসুস্হ থাকার পর শুক্রবার পৃথিবীর সাময়িক সফর শেষ করে নির্দিষ্ট স্হানে রওনা দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান মালিক মরুহুমার সকল ভুলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করবেন এটাই প্রার্থনা দয়াময়ের দরবারে। বাদ জুম্মা বনশ্রী জুম্মা নামাজ এ জানাজা শেষে শেরপুর পারিবারিক গৌড়স্হানে দাফনের জন্যে নিয়ে যাবে। মরহুম বিদায়ের সময় ২পুত্র ১ কন্যা নাতী-নাতনী সহ অসংখ্য আপনজন রেখে জান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) ও মাসিক অক্ষর এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানায়।পাশাপাশি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও দেশের বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট এ কে এম আমিনুল হক (এফসিএ) এর সহধর্মিনী শাহেদা বানু লিলি বার্ধক্যজনিত কারণে আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শাহেদা বানু লিলি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “শাহেদা বানু লিলি’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা শাহেদা বানু লিলি একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও কর্মজীবনে প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় শাহেদা বানু লিলি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়