Banglar Chokh | বাংলার চোখ

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে: হাসনাত

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩০, ১৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে: হাসনাত

ফাইল ছবি

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
 
মঙ্গলবার (১৯ নভেম্বর)  বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা সাবধান হোন।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। তারপর তারা রাজনীতিতে আসতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়।

এসময় সাংবিধানিক নানা গড়িমসি করে এই সরকার আহতদের চিকিৎসা ও অন্যান্য জরুরি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ করেন হাসনাত।

ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ পরিবেশন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
 
হাসনাত বলেন, আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম ডিজিএফআইয়ের ফোনকলে পরিবর্তন হয়ে গেছে। সে সময় আমাদের বক্তব্য টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেনি। উল্টো গণভবনের নির্দেশনায় ও ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ প্রচার হয়েছে।
 
তিনি এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে ২৪ এর আন্দোলন পরবর্তী বাংলাদেেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান।
 
 তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর গণভবনের প্রেসব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন করতেন, যাতে তাদের পূর্বাচলের প্লট ও ফ্ল্যাট নিশ্চিত হয়। আমেরিকার সফরে যেতে প্রশ্নের মধ্যে তেমন উপস্থাপনা থাকতো। তবে এমন অবস্থা যেন ২৪-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে না হয়।
 
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলো তুলে ধরুন। কারণ সরকারের শুনতে চাওয়ার খবর হলো প্রেস রিলিজ। আর যা শুনতে চায় না সে খবরই প্রকৃত সংবাদ। 

সর্বশেষ

জনপ্রিয়