Banglar Chokh | বাংলার চোখ

নলডাঙ্গায় বিএনপির নেতা তারেক ও দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

রাজনীতি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১০, ১৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

নলডাঙ্গায় বিএনপির নেতা তারেক ও দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: বাংলার চোখ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে গাছে টাঙ্গানো ফেস্টুনে ব্যবহার করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ব্যবহার করে কিছুদিন আগে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে একটি বট গাছে ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদল এ ফেস্টুন টাঙ্গায়।সেই ফেস্টুন থেকে এ দুই কেন্দ্রীয় নেতার ছবি রাতে কে বা কাহারা কেটে ফেলে।এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে এ মানবন্ধন করেন ছাতারভাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।ঘন্টাব্যাপি এ মানবন্ধনে বক্তব্য রাখেন,উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম,যুবদলের নেতা রাকিব হোসেন,ছাত্রদল নেতা জিয়াদ আলী,মুনছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তা কে ভয় পেয়ে ও আগামীতে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির বিশাল জনসভাকে বানচাল করতে ফ্যাসিস্ট আওয়ামীলীলের সন্ত্রাসীরা বিভিন্নভাবে যড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।জাতীয় নেতাদের ফেস্টুন থেকে ছবি কেটে ফেলা এ গুলো আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ বলে অভিযোগ করেন।তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবী জানান।
 

সর্বশেষ

জনপ্রিয়