Banglar Chokh | বাংলার চোখ

 শহিদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:১২, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:১৪, ১৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

 শহিদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না

ছবি:সংগৃহীত

আহতদের নিয়ে কোনো রাজনীতি করা চলবে না, শহিদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 
শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শততম দিনে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে, মামলার বিনিময়ে যেভাবেই হোক একটা পলিটিক্যাল সেটেলমেন্টে গিয়েছেন। সেগুলো সমাজের কাছে স্পষ্ট। বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার রাষ্ট্র রূপান্তরে আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের মতো তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে।

নাসীরুদ্দীন বলেন, রাষ্ট্রযন্ত্রের প্রশাসনিক জায়গায় বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা বিরাজমান। তারা ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে। অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ ও আমলাতন্ত্র যেখানে ফ্যাসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত তাদের বিদায় করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়