Banglar Chokh | বাংলার চোখ

‘জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষ বিজয়ী হবে’

রাজনীতি

প্রতিনিধি 

প্রকাশিত: ০২:০৫, ১৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

‘জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষ বিজয়ী হবে’

ছবি:সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। জনগণও দেশ পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিতে প্রস্তুত রয়েছে। ৭ নভেম্বরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল, ৫ আগস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায়।

জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায় ধানের শীষ বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকালে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত র‌্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

এদিকে র‌্যালিতে জনতার ঢল নামে। চার দিকে মানুষ আর মানুষ। রাজবাড়ি মাঠ থেকে শিববাড়ি মোড় হয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কে ছিল মানুষের উপচেপড়া ভিড়। এর আগে র‌্যালি উপলক্ষে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন থানা-ওয়ার্ড বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর রাজবাড়ী মাঠে একত্রিত হয়। একপর্যায়ে রাজবাড়ি মাঠসহ আশপাশ এলাকা লোকে-লোকারণ্য হয়ে যায়।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। এই দল জনগণের কল্যাণের জন্যই কাজ করে।

একই সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, ড. সহিদুজ্জামান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অধ্যাপক নজরুল ইসলাম, মাহবুব আলম শুক্কুর, মেহেদী হাসান এলিস, সুরুজ আহাম্মেদ, হাসান আজমল ভূঁইয়া, বশির আহাম্মেদ বাচ্চু, আকম মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার, জাবেদ সারোয়ার সুমন, প্রভাষক বশির, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম মোল্লা, হাসিবুর রহমান মুন্না, সাহাদাত হোসেন শাহীন, সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, আতাউর রহমান, নজরুল ইসলাম, রুহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়