সেলিম উদ্দিন
জামায়াত ক্ষমতায় এলে দেশের সংখ্যালঘুদের যথাযথ সামাজিক মর্যাদা দেয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন।
সোমবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরের এক রেস্টুরেন্টে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, অতীতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। জামায়াত পাশে দাঁড়ানোর পর নিজেদের আর সংখ্যালঘু ভাবছে না হিন্দু সম্প্রদায়।
সভাপতির বক্তব্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমাদের কাছে সকল ধর্মের মানুষ সমান।
এ সময় আওয়ামী লীগ আমলে মুসলিম আলেম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের কেউ নিরাপদ ছিল না বলেও অভিযোগ করেন উত্তরের আমির।
এ সময় স্বাস্থ্য, শিক্ষা ও চাকরি, যে কোন প্রয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের জামায়াতের কাছে আসার আমন্ত্রণ জানান তিনি।
অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দাবি দাওয়া পূরণের জন্য নয়, পূরণ করবে নির্বাচিত সরকার। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণ করে সরকারকে সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভায় হিন্দু নেতারা বলেন, জামায়াত ইসলামী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।