Banglar Chokh | বাংলার চোখ

শাপলা চত্বর ও মোদির আগমন বিরোধী আন্দোলনে হত্যাকান্ডের বিচার চাই’

রাজনীতি

প্রকাশিত: ২৩:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

শাপলা চত্বর ও মোদির আগমন বিরোধী আন্দোলনে হত্যাকান্ডের বিচার চাই’

.

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে জাগরণের গান ও আজাদী সন্ধ্যার আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলবর। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কলরব শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘শহিদ মিনারে আজকের এই আয়োজন প্রমাণ করে দেশ আবারও স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনে সবসময় মুসলমানদের বিভিন্ন ভাবে হয়রানি করেছে। ধর্মীয় কোন সভা-সমাবেশের ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা ছিলো আওয়ামী সরকারের পক্ষ থেকে।’

এ সময় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে এই ছাত্র নেতা যোগ করেন, ‘ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা এনে দিয়েছে, তা রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।  মনে রাখতে কোন কুচক্রী মহল যেন আমাদের সম্প্রতি নষ্ট করতে না পারে। দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমাদের এই ঐক্য যেন কোন ভাবেই নষ্ট করতে না পারে। কোন সাম্প্রদায়িক গোষ্ঠী কিংবা উগ্রবাদী কোন বিশৃঙ্খলা যেন করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।’

 আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিচার দাবি করে আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে শাপলা চত্বরে আলেমদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার বিচারও হবে। ২০২১ সালে মোদির আগমন বিরোধী আন্দোলনের সময়ও যেসব হত্যাকান্ড হয়েছিল তারও বিচার হবে।আওয়ামী লীগের আমলে মানুষ যখন কথা বলতে ভয় পেতো,আমরা তখনও আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছি।’

সর্বশেষ

জনপ্রিয়