Banglar Chokh | বাংলার চোখ

বিমানবন্দরে পলক আটক

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:০২, ৭ আগস্ট ২০২৪

সর্বশেষ

বিমানবন্দরে পলক আটক

ছবি:সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি কর্তৃপক্ষ। জানা যায়, ভারতের দিল্লি যেতে চেয়েছিলেন তিনি।
 
 মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করেন কর্মকর্তা- কর্মচারীরা।


 সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে নিয়ে যান।
 
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করে ভারতে চলে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন প্রতিমন্ত্রী পলক। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন চলছিল।

সর্বশেষ

জনপ্রিয়