Banglar Chokh | বাংলার চোখ

বিদেশে যেতে ড. ইউনূসের কোনো বাধা নেই

জাতীয়

কোর্ট প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ৬ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

বিদেশে যেতে ড. ইউনূসের কোনো বাধা নেই

ড. মুহাম্মদ ইউনূস

বিদেশে যেতে ড. ইউনূসের কোনো বাধা নেই বলে জানিয়েছে শ্রম আদালত। ফুটবল সামিটসহ একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসের বাধা কেটেছে।

 বুধবার (৬ ডিসেম্বর) তাকে বিদেশে যাওয়ার অনুমোদন দেন শ্রম আদালত।

এরআগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

এর আগে গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে নির্দেশ দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।
 
সেই সঙ্গে এই সময়ে ১০৬ শ্রমিককে মুনাফা দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা স্থগিতই থাকবে বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

সর্বশেষ

জনপ্রিয়