সম্পাদক মাহমুদুর রহমান
গণমাধ্যমকে এখনও স্বাধীনভাবে কাজ করার তেমন সহযোগিতা দেয়া হচ্ছে না বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, আমি হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা অল্টারনেটিভ ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার দেশকে তা করতে দেয়া হয়নি, বাংলাদেশের কোনো গণমাধ্যমকেই তা করতে দেয়া হয়নি।
জুলাই বিপ্লবের মধ্যদিয়ে মুক্ত গণমাধ্যমের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসেছে, সব মিডিয়া যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। কিন্তু এখনো আমাদের সেভাবে সহযোগিতা করা হচ্ছে না।
এ ক্ষেত্রে সরকারের স্বদিচ্ছা আছে, কিন্তু ওতোটা নেই বলে মনে করেন তিনি।
একই অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, তরুণরা যে অবিশ্বাস্য আন্দোলন করেছে জীবনের মায়া ত্যাগ করে, তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের অনুপ্রেরণা যুগিয়েছে।
এ সময় যারা জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই করে যাবো বলে অঙ্গীকার করেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল আরও বলেন, ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’ এমন লাইন লিখে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সবাইকে দেখিয়ে দিয়েছেন সাহস কাকে বলে।
বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার; নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী অংশ নেন।