Banglar Chokh | বাংলার চোখ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ছে, ক্ষমতা পাবে বিজিবি-কোস্টগার্ডও 

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:০৯, ১৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ছে, ক্ষমতা পাবে বিজিবি-কোস্টগার্ডও 

ছবি:সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৭ সেপ্টেম্বর ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার, যা আগামী ১৭ নভেম্বর শেষ হতে যাচ্ছে।

, সশস্ত্র বাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বৃদ্ধি করা হবে। শুধু তাই নয়, সেনা, বিমান ও নৌবাহিনীর পর এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডকেও এই ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা সরকারের রয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারাদেশে ৬০ দিন অর্থাৎ দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর গত ৩০ সেপ্টেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তারাদেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীকে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। তিনি আরও বলেন, মাঝে মধ্যে বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয়। তিনি এটিসহ বিভিন্ন জনভোগান্তি রোধে পুলিশকে আরো সচেষ্ট হওয়ার নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়