আবু সাইদ (বামে) ও তাপসী তাবাসসুম ঊর্মি। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) তাপসী তাবাসসুম ঊর্মি 'সন্ত্রাসী' বলেছেন। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার দুই ভাই। ব্যথিত হয়েছেন শহীদ আবু সাঈদের মা। তাদের প্রশ্ন—একজন শহীদকে ম্যাজিস্ট্রেট কীভাবে সন্ত্রাসী বলেন?
সোমবার (৭ অক্টোবর) বেলা ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন এসব কথা বলেন।
রমজান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আমার ভাই আবু সাঈদ। যার ভিডিও ফুটেজসহ অনেক প্রমাণ রয়েছে। এরপরও কীভাবে ওই ম্যাজিস্ট্রেট শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলেন?
আবু সাঈদের ছোট ভাই আবু হোসেন তার বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মকর্তার এমন মন্তব্য দেখে আমার বৃদ্ধ মা-বাবা ভীষণ ব্যথিত হয়েছেন। তাই প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।
৭বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসুর রহমান সুমন বলেন, ‘প্রশাসনে কর্মরত থেকে কীভাবে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করেন একজন ম্যাজিস্ট্রেট? তাকে শুধু ওএসডি নয়, আইনের আওতায় আনতে হবে।’
বেরোবির অ্যাকাউন্টিং বিভাগের রুমন বকসি, সিএসই বিভাগের রহমত আলীসহ আরও কয়েকজন প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।