Banglar Chokh | বাংলার চোখ

হাসপাতালে ফরহাদ মজহার

জাতীয়

প্রকাশিত: ০১:২৫, ৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ

হাসপাতালে ফরহাদ মজহার

  কবি ও চিন্তক ফরহাদ মজহার। ফাইল ছবি

অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে সিমু জানান, ‘গত চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকেই বেশি অসুস্থ বোধ করায় দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।’

সর্বশেষ

জনপ্রিয়