Banglar Chokh | বাংলার চোখ

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত ফেনীর আরিফের ৫৭দিন পর মৃত্যু

জাতীয়

মোস্তফা কামাল বুলবুল

প্রকাশিত: ২৩:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত ফেনীর আরিফের ৫৭দিন পর মৃত্যু

নিহত সাইফুল ইসলাম আরিফ (১৯)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফেনীর দাগনভূঞা উপজেলার সাইফুল ইসলাম আরিফ (১৯) নামে এক শিক্ষার্থী দীর্ঘ ৫৭ দিন চিকিৎসাধীন থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে  লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ৪ আগস্ট গণঅভ্যুত্থানের একদিন আগে চট্টগ্রাম হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর সশস্ত্র হামলায় আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা। সেদিন নগরের সিআরবি এলাকায় মাথায় মারাত্মক আহত  হন ফেনীর তরুণ সাইফুল ইসলাম আরিফ (১৯)। তিনি দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের আলতাফ হোসেন এর ছেলে এবং স্থানীয় দরবেশেরহাট  মাদ্রাসা থেকে চলতি বছর  দাখিল পাস করেছে। আরিফ চট্টগ্রামে জেঠার বাসায় বেড়াতে গিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।
আরিফের বাবা আলতাফ হোসেন বলেন, আরিফ আমার একমাত্র ছেলে । আমি একজন গরিব কৃষক পরিবারের স্বচ্ছলতা জন্য ছেলেকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিদেশ না গিয়ে আমার ছেলে। এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে।  

ফেনীর সমন্বয়ক আব্দুল আজিজ জানান, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মহিপলের  ঘটনায় আটজন নিহত হয়।তবে বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করে ফেনীর আরো ৪ নিহতসহ মোট ১২ জন নিহত হয়। আমরা মন্ত্রণালযয়ে ১২ জন শহীদের তালিকা পাঠিয়েছি। 
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান, নিহত আরিফের পরিবারের সাথে আমরা যোগাযোগ করে চলেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসা হলে যথাযথ প্রক্রিয়ায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়