ছবি:সংগৃহীত
আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নেয়ামতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসা নীতি নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক প্রক্রিয়াতে রয়েছে এবং আগামীতে স্বাভাবিক প্রক্রিয়াতে কাজ করবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব গুজবে কান না দিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক এবং কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুলিশ বাহিনী গড়ে তুলেছেন।
এ সময় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন!