Banglar Chokh | বাংলার চোখ

সেন্টমার্টিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং 

মিনিষ্ট্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৩, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সেন্টমার্টিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং 

ছবি:সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নজরে এসেছে উল্লেখ করে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্রাক্টস-এর ফেসবুক পেজে দেওয়া এক বিৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব খবর ও পোস্ট বানোয়াট ও ভিত্তিহীন। সেন্টমার্টিন দ্বীপ কোনো বিদেশি দেশ কিংবা বিদেশি অথবা স্থানীয় কোম্পানিকে ইজারা দেওয়ার কোনো ইচ্ছা বাংলাদেশ সরকারের নেই।

সেন্টমার্টিনের বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য সম্প্রতি দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করার কখা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেন্টমার্টিন একটি ভঙ্গুর প্রবাল দ্বীপ, যা পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও বসবাসের কারণে পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণীজগত ও জলজ জীবন সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ

জনপ্রিয়