Banglar Chokh | বাংলার চোখ

বাড্ডায় বাসে আগুন

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ৬ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

বাড্ডায় বাসে আগুন

ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার রাত ৭টা ৫৪ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার খবর পাই। সেখানে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে বিকাল ৪টা ৪৮ মিনিটে রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহণের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস জানায়, মানিকনগর চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয়। এরমধ্যে দুটি সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নেভায়। 

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়