Banglar Chokh | বাংলার চোখ

তারেক রহমান এর জন্মবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল

মহানগর

প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:৩৩, ২০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

তারেক রহমান এর জন্মবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ছবি: বাংলার চোখ

 বিআরজেএ এর, ২০ নভেম্বর বিকাল ৪-৩০ মিনিটে বাদ আছর জাতীয় প্রেস ক্লাবে ওয়াক্তিও মসজিদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) কতৃক মিলাদ ও দোয়া মাহফিলে ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)'র সভাপতি মোঃশহীদুল ইসলাম বলেন যখনই জাতি সংকটের মুখমোখী হয়েছে তখনই এই পরিবার দেশপ্রেমিক রাজনৈতিক দল গুলোকে ঐক্যবদ্ধ করে দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করেছেন। গণতন্ত্র আর নাগরীক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য বলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে ছিলেন। তিনি বলেন গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হওয়া স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান এর পরিবারের উপর জুলুম নেমে আসে।তিনি বলেন মহান আল্লাহ তারেক রহমান এর প্রতি রহম করবেন আর বাংলাদেশের জনগনের গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা আর আইনের শাসন প্রতিষ্টায় অবিলম্বে সকল বাধা দূর করে দেশে আসার ব্যবস্হা করবেন।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, চ্যাটারআ্যাকাউটেন্ট এ,কে,এম,আমিনুল হক এফসিএ বলেন জাতির স্বার্থে তারেক রহমান বা তার পরিবার সকল ত্যাগ কষ্ঠ মেনে নিতে কুণ্ঠাবোধ করে তার দৃষ্টান্ত এই দেশে নয় এই অন্চলে জিয়া পরিবার। তিনি বলেন জাতিকে আধিপত্যবাদের আগ্রসন থেকে মুৃ্ক্ত রাখতে সকল ত্যাগ কষ্টের বিরল ইতিহাস স্হাপন করেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ)'কে ধন্যবাদ জানায়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন( বিএফইউজে) ট্রেজার মোঃশহীদুল ইসলাম শহীদ বলেন দেশের গণমাধ্যম গুলো এখন নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।জুলুম শেষ ফ্যাসিবাদের বিদায় হয়েছে। লক্ষে পৌছাতে এবং দিনকাল গণমুখী করতে অবিলম্বে তারেক রহমান দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

বিআরজেএ এর প্রতিষ্টাতা  চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বলেন গণতন্ত্র গণমাধ্যম আর আইনের শাসন ন্যায় বিচার নিশ্চিত করার দায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ অসংখ্য দেশপ্রেমিকদের উপর জুলুম নিপিড়ন নির্যাতন জুলাই-আগষ্ট বিপ্লবের কারণেই ফ্যাসিষ্ট দের বিদায় ঐক্য ভেঙে গেলে অথবা ফ্যাসিষ্টদের রক্ষার জন্যে কোন কৌশল হলে তা হবে কঠিন বিপর্যয়।  তিনি বলেন যে কোন মুল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন ৮০'র দশকের ছাত্র নেতা সাবেক জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের নেতা বেলাল উদ্দীন, বিআরজেএ'র সাবেক মহাসচিব আবু মোহাম্মদ হানিফ, ভাইসচেয়ারম্যান নাঈম পারভেজ অপু ও নির্বাহী সদস্য মাঈনুল হক প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়