ছবি:সংগৃহীত
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টায় তারা সেখানে পৌঁছায়।
এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
এর আগে সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে।