ছবি:সংগৃহীত
রাজধানীর পল্টনে কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারে অগ্নিকাণ্ডে সাতজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ২২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ জুন) রাতে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনারুল হক।
তিনি বলেন, ‘সন্ধ্যা পৌনে ৭টায় ১৫তলা ভবনের ষষ্ঠতলায় আগুন লাগার ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনের ধোঁয়ায় সাত অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচতলায় থাকা ২২ জনকে উদ্ধার করে নিরাপদে ছাদে নেয়া হয়।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর জানা যাবে।’