Banglar Chokh | বাংলার চোখ

কামরাঙ্গীরচরে জন্মভূমি রক্ষা কমিটির প্রতিবাদ সমাবেশ

মহানগর

প্রতিনিধি 

প্রকাশিত: ০০:৩০, ২৫ মে ২০২৪

সর্বশেষ

কামরাঙ্গীরচরে জন্মভূমি রক্ষা কমিটির প্রতিবাদ সমাবেশ

ছবি:সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে জন্মভূমি রক্ষা কমিটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি  করপোরেশনের ১০৪ ফুট রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের প্রতিবাদে এই  সমাবেশ হয়।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি  করপোরেশনের কামরাঙ্গীরচর এলাকার  ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডবাসী তাদের বাপ-দাদার বসতভিটা রক্ষার দাবিতে অংশ নেয়।  দুপুরের পর থেকে হাজার হাজার এলাকাবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিল করে হাসপাতাল মাঠে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হোসেন সরকার।

সমাবেশে বক্তব্য দেন ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন, ৫৫ নং ওয়ার্ড কমিশনার মো. নূরে আলম চৌধুরী, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মাদবরসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা। 

অনুষ্ঠান পরিচালনা করেন কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাজি ফারুক হোসেন। 

সমাবেশে বক্তারা অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্প বাতিল করে সাধারণ এলাকাবাসীকে উচ্ছেদের হাত থেকে রক্ষার দাবি জানান। তা না হলে এলাকাবাসী তাদের বাপ-দাদার  বসত ভিটা  রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

জনপ্রিয়