.
শিক্ষক, লেখক, গবেষক ড. আসিফ নজরুলের সদ্য প্রকাশিত বই ‘আমি আবু বকর’ বিপুল আগ্রহ তৈরি করেছে। অমর একুশে বই মেলা ছাড়া অনলাইনেও বইটি পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। এরইমধ্যে বইটির দ্বিতীয় মুদ্রণ শেষ হয়ে গেছে। শুধু প্রথমার অনলাইনেই সাড়ে পাঁচশ’ কপির বেশি বিক্রি হয়েছে বইটি। এখনও বিপুল অর্ডার আসছে। বইটির এমন চাহিদা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমার লেখক জীবনে এটি অভাবনীয় ও অভূতপূর্ব ঘটনা।
পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বইটি উৎসর্গ করা হয়েছে গণরুমের ছাত্রদের। ‘আমি আবু বকর’ বর্তমান ছাত্র রাজনীতির প্রতিচ্ছবি। মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন এবং এর বিরুদ্ধে দাঁড়ানো এক বিশ্ববিদ্যালয় তরুণের কাহিনী। বিশেষত গণরুমে নির্যাতন, শিক্ষার্থীদের শিবির অপবাদ দিয়ে মারধোর, শিক্ষক রাজনীতির পরিস্থিতি এসেছে এই উপন্যাসে।
এর সঙ্গে চলমান প্রাসঙ্গিক অন্য ইস্যুগুলোও আলোচিত হয়েছে। এই উপন্যাস ধারণ করেছে ইতিহাসের একটি বিশেষ সময়কে।