.
নীলফামারীর সৈয়দপুরের সৃজনশীল লেখক প্রয়াত তানভীর ফুয়াদ রুমি'র স্মরণে দিনব্যাপী রুমি বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতি শুক্রবার (১ মার্চ) ওই বই বিনিময় উৎসবের আয়োজন করে। শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত বই বিনিময় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। আয়োজক সংগঠন ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লেখিকা শাহজাদী বেগম , সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ। সকাল ১০টা থেকে শুরু হয়ে বই বিনিময় উৎসব চলে বিকেল পাঁচটা পর্যন্ত। উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা বয়সী বিপুল সংখ্যক বইপ্রেমী মানুষ ভীড় করেন। এসময় পাঠকেরা নিজেদের সংগ্রহে থাকা বই এনে সমসংখ্যক তাদের পছন্দের বই সংগ্রহ করেন। এতে বিভিন্ন ধরণের ১ হাজার ২০০ শত বই প্রায় পাঁচ শত পাঠকের মধ্যে বিনিময় ঘটে। ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিম জানান, তানভির ফুয়াদ রুমি ছিলেন সৈয়দপুর শহরের আতিয়ার কলোনী মহল্লার
সন্তান। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ২০২৩ সালে তাঁর অকাল মৃত্যু ঘটে। প্রয়াত রুমি ছিলেন অত্যন্ত বই প্রেমী ও সৃজনশীল লেখক। এবারের ঢাকা জাতীয় বই মেলায়
তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে। মূলত তাঁর স্মরণেই বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়।