ছবি:সংগৃহীত
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে।
বুধবার হিজবুল্লাহ কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইল। তার জবাবে এ রকেট হামলা চালানো হয়।
‘হজ আবু নিমাহ’ নামেও পরিচিত ছিলেন নাসের। তিনি সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
হিজবুল্লাহ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই ও বাগাড়ম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব মধ্যস্থতাকারীরা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে হুমড়ি খেয়ে পড়েছেন।
বুধবার লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
সূত্র:আল জাজিরা