Banglar Chokh | বাংলার চোখ

বিজেপি শিবিরে হতাশা, একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ৪ জুন ২০২৪

সর্বশেষ

বিজেপি শিবিরে হতাশা, একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে!

ছবি:সংগৃহীত

হতাশ বিজেপি শিবির। বিস্ময়কর অর্জনের পথে বিরোধী কংগ্রেস পার্টি। কারণ, এখন পর্যন্ত ভোট গণনার যে ফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৮৮ আসনে এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট ২৩৬ আসনে এগিয়ে আছে। ২৮৮ আসনের মধ্যে একক দল হিসেবে বিজেপি এগিয়ে আছে ২৪১ আসন। আর কংগ্রেস একশ’র কাছাকাছি ঘুরছে। এর ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে- দল হিসেবে কী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে! কারণ, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দলকে কমপক্ষে ২৭২ আসন পেতে হয়। কিন্তু তা থেকে এখনও অনেকটা দূরে বিজেপি।

অনলাইন আল জাজিরার শিরোনাম- ভারতে নির্বাচনের ফল: একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে মোদির বিজেপি। অনলাইন এনডিটিভির শিরোনাম- বিজেপির জন্য হতাশা। কংগ্রেসের বিস্ময়কর সাফল্য।
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম- বিজেপি একা (সরকার গঠন করতে) পারবে না বলে জল্পনা শুরু হয়ে গেছে। কংগ্রেসও সরকার গঠনের ডাক দিতে পারে। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম- যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি।

সর্বশেষ

জনপ্রিয়