Banglar Chokh | বাংলার চোখ

প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: ফাহিমা তাহসিন 

প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে

প্রকাশিত: ০১:২৯, ১১ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: ফাহিমা তাহসিন 

.

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের সহধর্মিনী ফাহিমা তাহসিনা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ইতালি মহিলা আওয়ামীলীগ আয়োজিত বিজয় ফুল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান তিনি। 

শনিবার (৯ ডিসেম্বর)  সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে বিজয় দিবস কর্মসূচি উদযাপন করে মহিলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের সহধর্মিনী সালমা বিনতে হক এবং প্রথম সচিবের সহধর্মিনী শারমিন নাহার। 

প্রধান বক্তা ছিলেন ইতালির আওয়ামীলীগের সহ-সভাপতি নায়না আহমেদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী প্রিন্সের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপির পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইটালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমডি রিয়াজ হোসেন, ইতালি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, নারী নেত্রী মাহবুবা চৌধুরী বাবলি, রিনা খোকন, আফরোজা খানম ইফা, ফরিদা ইয়াসমিন, শারমিন সুবর্ণা, সায়রা হোসেন রানী, সুমন সরকার সহ আরো অনেকে। 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত হয়ে প্রবাসী বাংলাদেশীদের প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অতিথিদের বিজয়ী ফুল পরিয়ে দেয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়