Banglar Chokh | বাংলার চোখ

বেলজিয়াম বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবুর পিতার মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপির শোক

প্রবাসী

জামান সরকার মনির, হেলসিংকি থেকে

প্রকাশিত: ০৪:০৪, ২১ আগস্ট ২০২৩

সর্বশেষ

বেলজিয়াম বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবুর পিতার মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপির শোক

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৈদেশিক উপকমিটির সদস্য ও বিএনপি বেলজিয়াম শাখার সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবুর বাবা হাজী মোহাম্মদ বরকতউল্লাহর মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

তিনি ১৮ আগষ্ট শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী হাজী মোহাম্মদ বরকতউল্লাহ এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় ভাবে সাথে জড়িত ছিলেন।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির বৈদেশিক উপকমিটির সদস্য ইকবাল হোসেন বাবুর পিতার মৃত্যুতে তার পরিবার-পরিজন ও গুণগ্রাহীর মতো ফিনল্যান্ড বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। একজন সৎ ও আদর্শবান হিসেবে মরহুম হাজী মোহাম্মদ বরকতউল্লাহ নিষ্ঠার সঙ্গে এলাকায় সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। একজন সৎ, সজ্জন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসাবে এলাকার মানুষের নিকট মরহুম হাজী মোহাম্মদ বরকতউল্লাহ ছিলেন পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার জীবনে জড়িয়ে আছে দেশ ও মাতৃপ্রেম।

শোকবার্তায় ফিনল্যান্ড  বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় স্বাক্ষরকারীরা হলেন, ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, আলাউদ্দিন মোহাম্মদ, মিজানুর রহমান মিঠু, সাহিন মোহাম্মদ, তাপস খান, সাজ্জাদ মুন্না, আবুল কালাম আজাদ, দবির হোসেন, মোঃ রকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়