Banglar Chokh | বাংলার চোখ

বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিক্ষোভ সমাবেশ

প্রবাসী

এম এম মাহাবুবুর রহমান,টেক্সাস থেকে

প্রকাশিত: ০৩:২১, ২৫ জুলাই ২০২৪

সর্বশেষ

বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিক্ষোভ সমাবেশ

ছবি: বাংলার চোখ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ফাইটিং স্টালিয়ন ভাস্কর্যের সামনে ১৮ জুলাই ২০২৪ স্থানীয় সময় দুপুর ১টায় এ কর্মসূচির আয়োজন করে তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সমাবেশে তারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধ করতে হবে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে অতি দ্রুত কোটা পদ্ধতিতে সংস্কার আনার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, দেশ থেকে দূরে থাকলেও আমরা সবসময় দেশের চিন্তা চেতনা মনে ধারন করি। আমরা চাই দেশ ভালো থাকুক, সহিংসতা বন্ধ হোক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া হোক।

 

সর্বশেষ

জনপ্রিয়