ছবি:সংগৃহীত
সম্মান দিতে টাকা লাগে না, সাহস লাগে। সেটাই প্রমাণ করলেন বলিউড সুপারস্টার। তিনি দক্ষিণের পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ব্যাপারটার উল্টো দিকে ফিরলে দেখা যাবে, আল্লু অর্জুন ‘জওয়ান’ নিয়ে বিশাল এক পোস্ট দিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুকে।
‘জওয়ান’ মুক্তির ৭ দিন পর দক্ষিণী সুপারস্টার শাহরুখ খান ও তার টিমকে নিয়ে দীর্ঘ এক শুভেচ্ছা বার্তা লিখেছেন।
আল্লু অর্জুন লিখেছেন, ‘এত বড় ব্লকবাস্টারের জন্য জওয়ান টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন। শাহরুখ খান সর্বকালের সর্বশ্রেষ্ঠ, বিশ্বব্যাপী তার অবতারণা মোহিত করেছে। আমি ভীষণ খুশি, আপনার জন্য প্রার্থনা রইল। বিজয় সেতুপতির উদ্দেশে তিনি বলেন, আপনি সবসময় তাক লাগিয়ে দেন। নয়নতারা আলো ছড়িয়েছে পুরো ছবিতে। দীপিকা পাড়ুকোন অসাধারণ করেছে। তার পরিশ্রম ছবিতে স্পষ্ট।’
আল্লু অর্জুনের এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। তিনিও লিখে দিলেন মনের কথা, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা এবং প্রার্থনার জন্য। নিজেই ‘দ্য ফায়ার’ হয়ে আমার প্রশংসা করছেন, বাহ! আমার দিনটা ভালো হয়ে গেল! আমি অবশ্যই স্বীকার করছি যে, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি; কারণ আমি ‘পুষ্পা’ তিনদিনে তিনবার দেখেছি।’