Banglar Chokh | বাংলার চোখ

অশালীন আচরণ নিয়ে মুখ খুললেন সায়নী

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৪১, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অশালীন আচরণ নিয়ে মুখ খুললেন সায়নী

ছবি:সংগৃহীত

বর্তমান সময়ের অনেক সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্য থাকে। চরিত্রের প্রয়োজনে কেউ স্বাচ্ছন্দ্যে এতে অভিনয় করেন। আবার কেউ অনিচ্ছা থাকা সত্ত্বেও এমন দৃশ্যে অভিনয়ে বাধ্য হন। সিনেমার সেটে অশালীন আচরণ, শুটিংয়ে সহ-অভিনেতার আচরণ নিয়ে এবার মুখ খুললেন ওপার বাংলার অভিনেত্রী সায়নী গুপ্ত।

অভিনেত্রীর অভিযোগ, চুম্বন দৃশ্যের শুটিং এর সময় পরিচালক ‘কাট’ বলার পরও ছাড়ছিলেন না সহ-অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়নী বলেন, আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি, আমি কৃতজ্ঞ যে অন্তরঙ্গতা সমন্বয়কারী এমন একটি পেশা যা অবশেষে ভারতে এসেছে। ২০১৩ সালে এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। অভিনেত্রীর কথায়, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ কারণ এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরেও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতেও পড়েছি। যেখানে পরিচালক কাট বলার পরেও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অগত্যা বিরক্ত হয়ে চলে আসি। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।

সর্বশেষ

জনপ্রিয়